৪ বছর মেয়াদি বি.এস-সি. ইন হেলথ/মেডিকেল টেকনোলজী ল্যাবরেটরী
ল্যাবরেটরী কোর্সে ভর্তির যোগ্যতাঃ
এস.এস.সি. ও এইচ.এস.সি-তে জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখা অথবা সমতুল্য পরীক্ষায় ন্যূনপক্ষে দুটিতে সর্বমোট জি.পি.এ-৬.০০ (ছয়) প্রাপ্ত, তবে কোনটিতেই জি.পি.এ.-২.৫০ এর নীচে গ্রহনযোগ্য নয়। যারা ২০২১, ২০২২, ২০২৩ ইং সালে এইচ.এস.সি উত্তীর্ণ অথবা যারা এস.এস.সি বিজ্ঞানসহ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজী ল্যাবরেটরী ডিগ্রী প্রাপ্ত। ডিপ্লোমা ডিগ্রীধারীদের ক্ষেত্রে বয়সসীমা ০১/০১/২০২২ ইং তারিখে অনর্ধ ৪৫ বছর। (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে পারবে)।
* সরকারি নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির যোগ্যতা পরিবর্তন হতে পারে।
